চাঁপাইনবাবগঞ্জে দুদক কমিশনারের উপস্থিতিতে গণশুনানী


স্থানীয় বিভিন্ন দপ্তরের দুর্নীতি তুলে ধরলেন জনগণ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জে :

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা চত্ত্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খানের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই গণশুনানী অনুষ্ঠিত হয়।

গণশুনানীতে ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, হিসাব রক্ষণ অফিস, স্বাস্থ বিভাগ ও বিদ্যুৎ অফিসের অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলেন ভূক্তভোগীরা। বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে মোট ৩০ টি অনিয়নম-দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয় গণশুনানীতে। এসময় দুদক কমিশনার স্থানীয়দের অভিযোগগুলো শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা প্রমুখ।


শর্টলিংকঃ