রাজশাহীকে শিক্ষানগরী হিসেবেই গড়ে তোলা হবে: বাদশা


নিজস্ব প্রতিনিধি :

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, রাজশাহীকে তিনি শিক্ষানগরী হিসেবেই গড়ে তুলতে চান। এ জন্য যা যা করা প্রয়োজন তিনি করবেন।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি কলেজে এ বছরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, বিগত ১০ বছরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। শিক্ষানগরীর স্বীকৃতি পেতে আরও শিক্ষাপ্রতিষ্ঠানের দরকার হলে তার প্রতিষ্ঠা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। তিনি বলেন, টিনের ঘরে কলেজটির যাত্রা শুরু হয়েছিল। আমাদের হাতে প্রতিষ্ঠিত এই কলেজ সরকারি হয়েছে। এটা গর্বের। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা কলেজটি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন, তাদের স্মরণে রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক সরকার।


শর্টলিংকঃ