চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটে ক্লাস নিয়মিতকরণ, ছাত্রাবাস নির্মাণসহ পাঁচদফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার সকালে জেলার বারঘোরিয়ায় মহানন্দা সেতুর কাছে এ কর্মসূচি পালন করে তারা।

কর্মসূচিতে পলিটেকনিকের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, বেতন বৈষ্যমের দাবি তুলে শিক্ষকরা দ্বিতীয় শিফটের ক্লাস না নিয়ে কর্মবিরতি পালন করছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।

এছাড়া পলিটেকনিকে কোনো ছাত্রাবাস নেই। ফলে শিক্ষার্থীদের বেশি খরচে বিভিন্ন ছাত্রাবাসে বসবাস করতে হচ্ছে। সেখানে অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি নিরাপত্তা সমস্যায় পড়তে হয় তাদের। দ্রুত তারা ছাত্রাবাস নির্মাণের দাবি জানান।

জানতে চাইলে পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ হুমায়ন কবীর জানান, সরকারের বেতন বৈষম্যের কারণে ২৭ মার্চ থেকে শিক্ষকরা দ্বিতীয় শিফটের ক্লাস বর্জন করেছেন। এতে প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৪ শো শিক্ষার্থীর ক্লাস নেওয়া হচ্ছে না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।


শর্টলিংকঃ