চাঁপাইয়ে সোনামসজিদ বন্দরে শ্রমিক দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার (১ মে) সকালে বন্দর এলাকায় শ্রমিক লীগের আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে শ্রমিক লীগের কার্যালয় হতে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে শ্রমিক লীগের কার্যালয়ে গিয়ে সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন,স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতি সাদেকুর রহমান মাষ্টার, সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো.হারুন-অর রশিদ, শ্রমিক লীগের সাধারন সম্পাদক মুখলেসুর রহমানসহ বন্দর সংশ্লিস্টরা।

এদিকে মহান মে দিবস উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।


শর্টলিংকঃ