চোখে সমস্যা : আপনার হয়ে স্মার্টফোন চালাবে যে অ্যাপ


ইউএনভি ডেস্ক:

হঠাৎ দুর্ঘটনায় বা অন্য কোনো কারণে চোখে দেখতে অসুবিধা হচ্ছে। ফলে স্মার্টফোন ব্যবহার করতে পারছেন না। তাহলে কি ফোন ব্যবহার বন্ধ থাকবে? এমন অবস্থায় আপনার সহায়তার জন্য বানানো হয়েছে একটি অ্যাপ।

চোখে সমস্যা হলে ফোনের সেটিংস বা অপশনগুলো না দেখে কোনো কিছু খুঁজে পাওয়া দুষ্কর। যদি এমন হয় ফোনটি স্বয়ংক্রিয়ভাবে বলে দিচ্ছে, আপনি কোন অপশন বা বাটনে টাচ করেছেন এবং আপনাকে এরপর কী করতে হবে। তাহলে না দেখেও সহজেই স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন।

এ কাজের জন্য ফোনে ইন্সটল করে রাখতে পারেন ‘ব্লাইন্ড কমিনিকেটর’ নামে অ্যাপটি।

অ্যাপটি চালুর পর আঙ্গুল স্ক্রিনে ট্যাপ করে উপরের দিকে সোয়াইপ করলে ফোনের অপশনগুলো ধারাবাহিকভাবে পড়ে শোনানো হবে।

প্রয়োজনীয় অপশনটিতে প্রবেশ করতে বাম থেকে ডানে সোয়াইপ করতে হবে। ব্যাক অপশনে যেতে নিচের দিকে সোয়াইপ করতে হবে।

এক নজরে অ্যাপটির ফিচারগুলো

একদম চোখে দেখতে অসুবিধা হলে- কারও সাহায্য নিয়ে অ্যাপটি চালু করলে ম্যাসেজ, কল, মিউজিক, অ্যালার্ম, ব্রাউজার, ভয়েস রেকর্ড ইত্যাদি প্রয়োজনীয় অপশনগুলো প্রদর্শিত হবে। আঙ্গুলের স্পর্শে একজন ব্যবহারকারী সবগুলো ফিচার ব্যবহার করতে পারবেন।

এটির ইউজার ইন্টারনেট খুব সহজ। যেহেতু চোখে দেখতে অসুবিধা হয় এমন মানুষদের জন্য অ্যাপটি তৈরি করা হয়েছে, তাই ভয়েস শুনে সহজেই অ্যাপটি নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে।

অ্যাপটির সাহায্যে ফোনের সব প্রয়োজনীয় ফিচার ব্যবহার করা যাবে। ফোনের স্ক্রিন অফ বা অন হলে তাও ব্যবহারকারীকে জানিয়ে দেবে এটি।

এটি একটি ফ্রি ও ওপেনসোর্স অ্যাপ। নেই কোনো বিজ্ঞাপনের ঝামেলা।

আগে এটি গুগল প্লে স্টোরে পাওয়া গেলেও এখন তা সেখানে নেই। এটি এখন এপিকে পিওর প্লাটফর্মে পাওয়া যাবে।

অ্যাপটির সাইজ ১৩৩ কিলোবাইট। এটি এ ঠিকানা থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।


শর্টলিংকঃ