জিমেইলের তথ্য ব্যাকআপ রাখবেন যেভাবে


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

জিমেইল অ্যাকাউন্টের তথ্য বিভিন্ন উপায়ে ব্যাকআপ রাখা যায়। এ প্রতিবেদনে আপনার জিমেইল অ্যাকাউন্টের তথ্য কম্পিউটারের হার্ড ড্রাইভে কিভাবে ব্যাকআপ রাখবেন সে পদ্ধতি তুলে ধরা হলো। 

জিমেইলের তথ্য ব্যাকআপ রাখবেন যেভাবে
ছবি : প্রতীকী

জিমেইল অ্যাকাউন্টের তথ্য কম্পিউটারে ব্যাকআপ রাখবেন যেভাবে-

জিমেইল ডেটা ব্যাকআপ করার জন্য, গুগল সমস্ত তথ্যের একটি আর্কাইভ ফাইল তৈরি করে এবং সেটি ‘গুগল টেকআউট’ অপশনটি ব্যবহার করে ডাউনলোড করুন। ডাউনলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

* যেকোনো একটি ব্রাউজার থেকে গুগল টেকআউট (https://takeout.google.com) ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।

* এবার আপনার জিমেইল অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইটটিতে লগইন করুন।

* লগইন করা হয়ে গেলে আপনি যে পরিষেবাগুলো আপনার পিসিতে ডাউনলোড করতে চান তা নির্বাচন করুন। পরিষেবাগুলোর মধ্যে রয়েছে জিমেইল, ম্যাপস, নিউজ, ক্যালেন্ডার, কন্টাক্টস, ইউটিউব ইত্যাদি।

* পরিষেবাগুলো নির্বাচন করার পর ‘নেক্সট স্টেপ’ বাটনে ক্লিক করুন।

* এখানে আর্কাইভ ফরম্যাট নির্বাচন করতে হবে যেমন আর্কাইভ ফ্রিকোয়েন্সি, ফাইল টাইপ, ফাইল আকার, ইত্যাদি।

* এবার নিচের ডান দিক থাকা ‘ক্রিয়েট আর্কাইভ’ বাটনে ক্লিক করুন।

* এখন প্রক্রিয়াটি সম্পন্ন হওয়া এবং ডাউনলোড হওয়ার জন্য অপেক্ষা করুন।


শর্টলিংকঃ