ডিজিটাল জেলা হবে নওগাঁ: খাদ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘নওগাঁকে ডিজিটাল ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলার সকল সকল কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে জেলাকে উন্নত শহরে পরিণত করতে হবে।’

নওগাঁ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় বক্তৃতা করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

মন্ত্রী বলেন, ‘দেশ এখনও খাদ্যে স্বয়ংসম্পূর্ন। নওগাঁ জেলা থেকে উৎপাদিত খাদ্যশস্য দেশের মানুষের বড় একটি অংশের খাদ্যের যোগান দেয়। আগামী দিয়ে যাতে এ জেলায় উৎপাদিত দেশের খাদ্যভান্ডার সমৃদ্ধ করে বিদেশে রফতানি করা যায়, সে লক্ষ্যে সকলকে কাজ করতে হবে।’

রোববার (১৭ ফেব্রুয়ারি) নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতা করার সময় মন্ত্রী এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, ‘খাদ্য নিয়ে কারসাজিকারীদের ছাড়া দেয়া হবে না। যারা কৃত্রিম উপায়ে খাদ্যসংকট তৈরির লক্ষ্যে ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দেশে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিতে করণীয় সবকিছু করবে সরকার।’

জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে সভায় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. মমিনুল হক, পৌর সভার মেয়র নজমুল হক সনি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশ কুমার সরকার, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মুনির আলী আকন্দ প্রমূখ।

সভায় জেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তাসহ ১১টি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ