তানোরে মদ পানের অভিযোগে ছাত্রদলের সভাপতি গ্রেফতার


তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে মদ পানের অভিযোগে  মুন্ডমালা পৌর ছাত্রদলের সভাপতি আবু বকরকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। তিনি পৌর এলাকার চিনাশো গ্রামের আবদুল করিমের ছেলে। গতশুক্রবার বিকাল চারটার দিকে পাঁচন্দর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেয়ন করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন ওসি খাইরুল ইসলাম।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, গত শুক্রবার বিকালে মদ পান করে ব্যাটারী চালিত অটোগাড়ীতে চলে পাঁচন্দর মোড়ে আসে মুন্ডমালা পৌর ছাত্রদলের সভাপতি আবু বকর । এমন সময় পুলিশের একটি টহলদল তাকে মদপান অবস্থায় গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে মদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাললা দেয়া হয়।

এ নিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম ইউনিভার্সাল২৪নিউজ-কে জানান, তিনি নিয়মিত একজন মাদক সেবী। সে মাদক পান করে এলাকার মাতলামি করে পরিবেশ নষ্ট করে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে।


শর্টলিংকঃ