তৃতীয় দিনের অবরোধে অচল রাজশাহী জুট মিল


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে তৃতীয় দিনের মতো পাটকল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টায় কাটাখালি পৌরসভার শ্যামপুরে অবস্থিত রাজশাহী জুট মিলসের শ্রমিকরা লাঠি ও লাল পতাকা হাতে পুলিশি বেষ্টনীর মধ্যে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়।

বেলা ১০ টায় পাটকল শ্রমিকরা শ্যামপুরে অবস্থিত রাষ্ট্রায়ত্ত এই পাটকলটি থেকে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কাটাখালি বাজার হয়ে আবার জুট মিলের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে অংশগ্রহণ কারী প্রায় আটশত শ্রমিক রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে সড়কের উপর অবস্থান নেয়।

এদিকে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স বেলপুকুরের দিক থেকে শহরে প্রবেশ করতে গেলে এম্বুলেন্স্টিকে বাধা দিয়ে ফিরিয়ে দেয়া হয়। তবে বেল বুলপুকুর দিয়ে নওদাপাড়া বাস টার্মিনাল হয়ে রাজশাহী শহরে প্রবেশের বিকল্প সড়ক থাকায় শ্রমিকদের অবরোধ চলাকালে যানবাহনগুলো এই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করে।

জুট মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান জানান তাদের এই ধর্মঘট দুপুর বারোটা পর্যন্ত চলবে।

এদিকে বিক্ষোভ সমাবেশ চলাকালে বি জে এম সি এর চেয়ারম্যানের পক্ষ থেকে আলোচনায় বসার জন্য শ্রমিকদেরকে আগামী ৬ তারিখ সময় নির্ধারণ করে একটি চিঠি প্রদান করা হয়েছে।


শর্টলিংকঃ