দুর্গাপুরে ‘আশা’র উদ্যোগে খাদ্য সামগ্রী হস্তান্তর


দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে সহায়তার জন্য এনজিও আশা দুর্গাপুর শাখার উদ্যোগে উপজেলা প্রশাসনের কাছে ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

দুর্গাপুরে ‘আশা'র উদ্যোগে খাদ্য সামগ্রী হস্তান্তর

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে খাদ্য সামগ্রী গুলো হস্তান্তর করা হয়। প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, এনজিও আশা’র জেলা ব্যবস্থাপক আজিম উদ্দিন, রিজিওনাল ব্যবস্থাপক রেজাউল করিম, ব্রাঞ্চ ব্যবস্থাপক রণজিৎ কুমার শর্মা ও জাকির হোসেন প্রমুখ।


শর্টলিংকঃ