দুর্গাপুরে এসডিজি বিষয়ক দিনব্যাপী কর্মশালা


দুর্গাপুর প্রতিনিধি:

দুর্গাপুরে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য, সরকার জাতিসংঘ ঘোষিত-২০৩০ এজেন্ডা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য (SDG) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রথম সেশনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. মনসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌর মেয়র তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম।

দ্বিতীয় সেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী।

বিএমডিএ দুর্গাপুর জোনাল অফিসের প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েমের সঞ্চালনায় কর্মশালায় প্রশিনার্থী হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ব্যাবসায়ী নেতা, শ্রমিক নেতা, শিক্ষক ও স্থানীয় সাংবাদিক সহ মোট ৮০ জন প্রশিক্ষনার্থী।


শর্টলিংকঃ