পাবনায় ট্রাফিক সচেতনতায় র‌্যালি ও আলোচনা


নিজস্ব প্রতিবেদক, পাবনা:

‘ট্রাফিক আইন মেনে চলুন, দুর্ঘটনা রোধে সহায়তা করুন’ এই স্লোগানে পাবনায় চলছে ট্রাফিক সচেতনতা পক্ষ এপ্রিল-২০১৯। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে র‌্যালি বের হয়ে টার্মিনাল এলাকা ঘুরে আলোচনা সভায় মিলিত হয়। জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএম,পিপিএম) এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

অন্যদের মধ্যে আরও বক্তৃতা করেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি শামসুর রহমান মানিক, সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানাসহ অনেকে। সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন যানবাহনের মালিক ও শ্রমিকেরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তরা সড়কে দূর্ঘটনা প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে পুলিশ সুপার মোটর সাইকেল ও বাস চালকের ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ীর সকল কাগজপত্র চেকিং করে যাদের সকল কাগজ পত্র সঠিক ছিল তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


শর্টলিংকঃ