দুর্গাপুরে ২ দিনব্যাপী বারুণী পূণ্যস্নান মহোৎসব শুরু


 

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:

রাজশাহীর দূর্গাপুরে কিসমত হোজা নদীর তীরে স্থানীয় মহাশ্মশান কালী মন্দির প্রাঙ্গণে ২ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের বারুণী পূণ্যস্নান মহোৎসব শুরু হয়েছে।
বুধবার দুপুরে মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।


উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিণয় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান আলী, ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ ডাঃ মনসুর রহমানকে হিন্দু সম্প্রদায়ের লোকজন বরণ করে নেন। এ সময় মহোৎসব অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি সাংসদ ডাঃ মনসুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


শর্টলিংকঃ