দেশে এখনও ভিউয়ার বেশি বিটিভির: তথ্যমন্ত্রী


ইউএনভি ডেস্ক:

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দর্শক সংখ্যার হিসেবে দেশে এখনও বিটিভির ‘ভিউয়ার’ সবচেয়ে বেশি। সেটি গ্রাম ও শহর মিলিয়েই।’ বুধবার (২৪ এপ্রিল) রাতে একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘তবে বিটিভির অনুষ্ঠানের মান ঠিক রাখার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা ফরমায়েশী অনুষ্ঠান। বিভিন্ন জন ফরমায়েশী অনুষ্ঠান করার জন্য দেন-দরবার ও তদবির করে থাকেন। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে ফরমায়েশী অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিটিভির অনুষ্ঠানের মান উন্নয়নের জন্য আরও অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিছুদিন পরেই দেখতে পাবেন বিটিভির অনুষ্ঠানের মান, খবরের মান অনেক উন্নত হয়েছে।’


শর্টলিংকঃ