নওগাঁয় উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’র উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁয় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’র উদ্যোগে সংস্থাটির অতি দরিদ্র ঋণ কার্যক্রমভুক্ত সদস্যদের ছেলে-মেয়েদের মাঝে এ বৃত্তি  প্রদান করা হয়। 

এ উপলক্ষে মঙ্গলবার সংস্থাটির নওগাঁ জেলা কার্যালয় মিলনায়তনে মৌসুমী উন্নয়ন সংস্থার সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মো. মোস্তাফিজার রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল, উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, পরিচালক ইরফান আলী ও প্রকল্প সমন্বয়কারী আব্দুর রউফ পাভেল।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলায় ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে ৩ লাখ টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়। সংস্থাটি ২০১৫ সাল থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।


শর্টলিংকঃ