নতুন করে দরিদ্র হবে আরও ১০ কোটি মানুষ


ইউএনভি ডেস্ক:
করোনা শেষে বিশ্বের শহরগুলোতে নতুন করে দরিদ্র হবে অন্তত ১০ কোটি মানুষ। বুধবার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। তাই দরিদ্র ও অরক্ষিত এসব জনগোষ্ঠীকে চিহ্নিত করে এখনই বস্তিতে যথেষ্ট বিনিয়োগ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

নতুন করে দরিদ্র হবে আরও ১০ কোটি মানুষ

বিশ্বব্যাংকের নগর, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, স্থিতিস্থাপকতা ও বৈশ্বিক স্থল কার্যক্রমের গ্লোবাল ডিরেক্টর সামেহ ওয়াহবা বলেছেন, ‘শহরগুলোতে যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার, যারা গরিব ও অরক্ষিত তাদের দিকে আমাদের নজর দেয়া দরকার।

বিশ্বের বড় বড় শহরে গড়ে ওঠা ঘনবসতিপূর্ণ বস্তিগুলো করোনাভাইরাসের মহামারির কারণে মারাত্মক ঝুঁকিতে। সেখানে বিশুদ্ধ পানির অভাবের পাশাপাশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কিংবা স্বাস্থ্যসেবার মান নিম্নগামী। বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড রিসোর্স ইন্সটিটিউট ও অন্য নগর গবেষণার বিশেষজ্ঞরা এ আশঙ্কার কথা জানান।


শর্টলিংকঃ