নতুন ভবন পাচ্ছে নগরীর সাত স্কুল


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীর ছয়টি সরকারি ও একটি বেসরকারিসহ মোট সাতটি স্কুল পেতে যাচ্ছে নতুন ভবন। প্রতিটি স্কুলের নতুন ভবন নির্মাণে ব্যয় হবে ২০ কোটি টাকা। স্কুলগুলোর মধ্যে একমাত্র বেসরকারি লোকনাথ স্কুলও পাচ্ছে নতুন ভবন।

নতুন ভবন পাওয়া সাত স্কুল
নতুন ভবন পাওয়া সাত স্কুল

আজ মঙ্গলবার (২৮ মে) ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা ও উপ-পরিচালক (শিক্ষা) বিজয় ঘোষের সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয় বলে জানা গেছে।

স্কুলগুলো হলো- রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী সরকারি মাদ্রাসা, রাজশাহী গভ. ল্যাবরেটরি হাইস্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।  এছাড়াও নতুন ভবন পেতে যাচ্ছে ঐতিহ্যবাহী লোকনাথ হাইস্কুল।

আগামী জুলাই মাস থেকে লোকনাথ স্কুলের নতুন ভবন নির্মাণে টেন্ডার কার্যক্রম শুরু হবে।

এ ব্যাপারে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, শিক্ষা নগরী রাজশাহীর অনেক স্কুলের ভবন পুরনো। তবে এই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। নগরীর সরকারি ছয়টি স্কুলের নতুন ভবন নির্মাণের বিষয়টি চূড়ান্ত হয়েছে। প্রতিটি স্কুলে ২০ কোটি টাকা ব্যয়ে নতুন বহুতল ভবন নির্মাণ হবে।


শর্টলিংকঃ