নতুন মাদক আইসসহ নাইজেরিয়ার নাগরিক গ্রেপ্তার


ইউএনভি ডেস্ক:

রাজধানীতে নতুন মাদক ‘আইস’সহ (ক্রিস্টাল মিথাইল এমফিটামিন) নাইজেরিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার সকালে অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তত্ত্বাবধায়ক (গোয়েন্দা) ফজলুর রহমান খান জানান, বৃহস্পতিবার রাতে লা মেরিডিয়ান হোটেলের সামনে আলাও চুকু নামের এক নাইজেরীয় ‘আইস’ বিক্রি করছিল। গোপনা সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে ৫০ গ্রাম আইসসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে তার বসুন্ধরার বাসায় অভিযান চালিয়ে আরও ৫০০ গ্রাম আইস উদ্ধার করা হয়।

তিনি জানান, চুকু নাইজেরিয়ার নাগরিক হলেও এদেশে অনেকদিন ধরে অবস্থান করছিল এবং গোপনে এই মাদক বিক্রি করে আসছে। সে এদেশে পড়াশোনার জন্য এসেছিল। এই মাদক বিক্রির পেছনে আরও কেউ জড়িত আছে কিনা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে


শর্টলিংকঃ