নাচে আলো নাচে, হৃদয়বীণার মাঝে


ইউএনভি ডেস্ক:
‘ঘরে থেকে উদযাপন করো আন্তর্জাতিক আলোক দিবস ২০২০’ ইউনেস্কোর এই আহ্বানে আগামী ১৬ মে উদযাপিত হবে আন্তর্জাতিক আলোক দিবস ২০২০। এবার বিশ্বের প্রায় অর্ধশত দেশ অনলাইনে এতে অংশ নেবে।

নাচে আলো নাচে, হৃদয়বীণার মাঝে

এই বছরের আয়োজনের নাম দেয়া হয়েছে “নাচে আলো নাচে, হৃদয়বীণার মাঝে”। প্রতিবছরের মত এবারও বাংলাদেশ এই আয়োজনটি উদযাপন করবে।এই আয়োজনের প্রতিটি ইভেন্টই আয়োজিত হবে অনলাইনে।

যাতে ঘরে বসেই, দেশের যে কেউ, যেকোন স্থান থেকে এই দিবসটি উদযাপনের সঙ্গে যুক্ত হতে পারে।বাংলাদেশে এই দিবসটি উদযাপন জাতীয় ভাবে সমন্বয় করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিট-১৯ এর কারণে দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় এই বছর কোনো স্কুল-কলেজ বা মিলনায়তনে বড় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না।

ঘরে বসেই উদযাপিত হবে আন্তর্জাতিক আলোক দিবস ২০২০। সে জন্য ‘বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি তাদের ফেসবুক পেইজে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে এই দিবসটি উদযাপন করার পরিকল্পনা করেছে।


শর্টলিংকঃ