না ফেরার দেশে বীর বিক্রম আব্দুল খালেক


গোদাগাড়ী প্রতিনিধি:

সদ্য বীর বিক্রম স্বীকৃতি পাওয়া অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বীর বিক্রম আবদুল খালেক ১৯৬৩ সালের ১ জুন পাকিস্তান নৌবাহিনীতে যোগদান করেন। ১৯৬৯ সালে তাঁর মা-বাবার বিশেষ অনুরোধে চাকরি ছেড়ে দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ৭ নম্বর সেক্টরে যুদ্ধে যোগ দেন। যুদ্ধ চলাকালে ৫ সেপ্টেম্বর তাঁর বুকে গুলি লাগে। এরপরও তিনি বেঁচে যান।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে তাঁর পরিবারের ওপর রাজাকারেরা নানা অত্যাচার শুরু করে। বাড়িঘর লুট করে নিয়ে যায়। একের পর এক মামলা দিতে থাকে।

২০১১ সালে জনতা ব্যাংক প্রকাশিত ঠিকানাবিহীন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের একটি তালিকা দেখে তাঁরা গেজেট সংশোধনের আবেদন করেন। সে আবেদন মন্ত্রণালয় থেকে হারিয়ে যায়। গত বছর নতুন করে আবার আবেদন করেন। এরপর চলতি বছর ২৪ মার্চ নতুন প্রজ্ঞাপনে তাঁর বাবার পূর্ণাঙ্গ পরিচয়সহ তাঁকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়।

বিস্তারিত আসছে…


শর্টলিংকঃ