সীমান্তে বিজিবির গুলি, চোরাকারবারি নিহত


ইউএনভি ডেস্ক:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সীমান্তে চোরাকারবারিদের হামলার মুখে পড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুলি চালিয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে বদরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।


বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আলীনগর সীমান্তবর্তী মনু নদী নির্মাণাধীন রাজাপুর ব্রিজের পার্শ্ববর্তী শুখনাভী চরে এ গোলাগুলির ঘটনা ঘটে।

বিজিবির দাবি, নিহত বদরুল চোরাকারবারি। তার কাছ থেকে দুই লাখ পিস ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়েছে।

নিহত বদরুল হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আতর আলীর ছেলে বলে হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল বাছিত বাচ্চু জানান।

বিজিবির আলীনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার মোহাম্মদ আবদুল কাদের জানান, ভারত থেকে চোরাকারবারিরা নাসির বিড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি আগে থেকেই ঘটনাস্থলে ওঁৎ পেতে থাকে।

দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চোরাকারবারিরা নৌকায় শুখনাভী চরে বিড়ি এনে নামাচ্ছিল। এ সময় বিজিবি বাঁশি বাজিয়ে বিড়িসহ চোরাকারবারিদের আটকের চেষ্টা চালায়।

বিজিবি সদস্যরা বিড়ি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসতে চাইলে চোরাকারবারিরা তাদের দলবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিজিবির ওপর হামলা করে বিড়িগুলো ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এমনকি ৫০ হাজার পিস বিড়ি নিয়ে যায়।

এ সময় আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছোড়ে। বৃহস্পতিবার সকালে জানা যায় ঘটনাস্থলে একজন মারা গেছেন।

কুলাউড়া থানা ও ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের জন্য এসআই মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেছে।


শর্টলিংকঃ