নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ


ইউএনভি ডেস্ক:

নিরাপদ সড়কের দাবিতে ফের রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। রাজধানীর প্রগতি সরণি ও রায়সা বাজার মোড়ের পর এবার শাহবাগ মোড়ে অবরোধ শুরু করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কিছুক্ষণ অবস্থান করেন। পরে সাড়ে ১১টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন তারা। এ সময় তাদের সাথে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন।

এদিকে, এই অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। চতুর্দিকে দেখা দিয়েছে যানজট। বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচলের চেষ্টা চলছে।

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর প্রগতি সরণির জেব্রাক্রসিংয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ায় অবরোধ কর্মসূচিতে প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা। নিরাপদ সড়কের দাবিতে স্লোগানও দিচ্ছেন তারা।

শিক্ষার্থীদের মাঝে মেয়র আতিকুল ইসলাম

আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন- উই ওয়ান্ট জাস্টিস, জেব্রাক্রসিংয়ে মৃত্যু কেন, টনক তুমি নড়বে কবে, কয়লার রাস্তা না রক্তের রাস্তা, নিজের সিরিয়ালের অপেক্ষা করুন, আর কত প্রাণ নিবি ইত্যাদি। এ সম্বলিত বিভ্ন্নি প্ল্যাকার্ডও প্রদর্শন করছেন তারা।

উল্লেখ্য, গত বছরের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দু’টি বাসের রেষারেষিতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দু’জন শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় তাদের সহপাঠীরা প্রতিবাদ জানিয়ে নিরাপদ সড়ক আন্দোলন শুরু করেন। ক্রমেই সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে।


শর্টলিংকঃ