নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, উত্তাল ইসরাইল


ইউএনভি ডেস্ক:

গাজার শাসকগোষ্ঠী হামাসের হাতে বন্দি ইসরাইলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে রাজধানীর তেলআবিবে হাজারও মানুষ বিক্ষোভ করছেন।স্থানীয় সময় শনিবার তেলআবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এ বিক্ষোভ হয়। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা হামাসের হাতে বন্দি থাকা ১৩৩ জিম্মিকে মুক্ত করতে ইসরাইল সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ জানান। জিম্মিদের পরিবারের সদস্যরাও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।

আরও পড়ুন: এরদোগান, আপনার লজ্জা হওয়া উচিত: ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগাম নির্বাচন আয়োজনে অস্বীকৃতি জানিয়ে আসছেন। যুদ্ধের মাঝখানে নির্বাচনে যাওয়া হামাসকে জিতিয়ে দেওয়া বলে যুক্তি দেখান তিনি।

বিক্ষোভে অংশ নেওয়া ইয়ালন পিকম্যান নামের এক ব্যক্তি বলেন, ‘আমরা এখানে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। এই সরকার আমাদের শুধু অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে।’

গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে যান হামাসযোদ্ধারা। গত নভেম্বরের যুদ্ধবিরতির বিনিময়ে কিছু জিম্মিকে মুক্ত করা হয়।


শর্টলিংকঃ