নেপথ্যে পরকীয়া: চট্টগ্রামে গৃহবধূ খুন, ঘাতক গ্রেপ্তার


ইউএনভি ডেস্ক:

চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় বসবাসকারী রেহানা পারভীন (৩৭) নামের এক গৃহবধুকে খুন করে লাশ ফেলে দেয়া হয়েছিল রাঙ্গামাটির কাউখালিতে। পুলিশ এক সপ্তাহ পর এই নারীর গলিত লাশ উদ্ধারের করে শুক্রবার (৮ জানুয়ারি) রাতে গ্রেপ্তার করেছে ঘাতক পরকীয়া প্রেমিক এক ট্রাক চালককে।

এই ঘাতকের নাম আবুল খায়ের (৪৯)। কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্লাহ হত্যাকাণ্ড এবং ঘাতককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে রাঙামাটির ঘাগড়া এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশের পরিচয় জানতে পারে। তিনি চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় বসবাসকারী এক প্রবাসীর স্ত্রী রেহেনা পারভিন।

পুলিশ ঘটনা অনুসন্ধানে জানতে পারে, এই নারী বিকাশের টাকা উত্তোলন ও মেয়ের ওষুধ আনতে গিয়ে গত এক সপ্তাহ আগে নিখোঁজ হয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের ছেলে মাহমুদুল হাসান রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে গিয়ে তার মায়ের লাশ সনাক্ত করেন এবং ঘটনার বিস্তারিত জানান।

পরে পুলিশ অনুসন্ধান ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘাতককে শনাক্ত করে কাউখালী থানার ওসি মো. শহীদ উল্ল্যাহ ও এসআই মো. আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাত সাড়ে দশটায় রাঙ্গুনীয়ার ইসলামপুর এলাকা থেকে ঘাতক আবুল খায়েরকে গ্রেফতার করে।

পরে জিজ্ঞাসাবাদে ট্রাক ড্রাইভার আবুল খায়ের জানায় নিহত রেহেনা পারভীনের সাথে তার ৪/৫ বছর যাবত অবৈধ সম্পর্ক ছিল। রেহেনা পারভীনের স্বামী প্রবাসে থাকার সুবাধে তাদের বাসায় নিয়মিত যাতায়াত করতো এবং পরিবারের ঘরভাড়াসহ আনুষঙ্গিক সব খরচ সে নিজেই বহন করতো।

এরই মধ্যে বেশ কয়েকবার রেহেনা পারভীনের বাসায় গিয়ে অন্য পুরুষের উপস্থিতি দেখতে পেয়ে বিষয়টি মেনে নিতে পারছিলেন না আবুল খায়ের। পরিকল্পনা করে তাকে হত্যা করার। সে পরিকল্পনা অনুযায়ী গত ১ জানুয়ারি ঢাকা থেকে ট্রাক যোগে কয়লা নিয়ে রাঙ্গুনিয়ার মগাছড়িস্থ ইটভাটাতে আসার সময় রেহেনা পারভীনকে ফোন করে টাকা দেয়ার কথা বলে ডেকে নেয়।

রেহেনা পারভীন তার ফোন পেয়ে ঘর থেকে বেড়িয়ে আসলে তাকে ট্রাকের কেবিনে রাঙামাটির পর্যটন রিসোর্টে নিয়ে আসবে বলে জানায়। পথিমধ্যে ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে এসে রাত সাড়ে নয়টায় ট্রাক থামিয়ে রেহেনা পারভীনকে গলায় মাফলার পেঁছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ট্রাকে থাকা কাপড় দিয়ে কেবিনের মধ্যে লুকিয়ে রাখে।

ওইদিন রাত সাড়ে দশটায় ঢাকা থেকে নিয়ে আসা কয়লা ইটের ভাটায় আনলোড করে গভীর রাতে ঘাগড়াস্থ সিটিহাট পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ২’শ গজ পশ্চিমে বনের ভেতরে রেহেনা পারভীনের লাশ ফেলে যায় ঘাতক।

কাউখালী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সালাম জানিয়েছেন, এ ব্যাপারে নিহতের ছেলে মাহমুদুল হাসান বাদী হয়ে চট্টগ্রামের বায়েজিদ থানায় হত্যা মামলা দায়ের করেছে এবং গ্রেফতারকৃত ঘাতক ট্রাক ড্রাইভার আবুল খায়েরকে চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


শর্টলিংকঃ