পরকালে বিশ্বাস নিয়ে নতুন কথা বললেন সাফা কবির


বিনোদন ডেস্ক:

গত পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) একটি বেসরকারি রেডিও স্টেশনের অনুষ্ঠানে এক ভক্তের প্রশ্নের উত্তর দিয়ে সমালোচিত হন মডেল-অভিনেত্রী সাফা কবির।

সেই অনুষ্ঠানের ভিডিওর ছোট্ট একটা ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, একজন শ্রোতা তাঁকে ফেসবুকে প্রশ্ন করেন, ‘আপনি পরকালে বিশ্বাস করেন?’

উত্তরে সাফা বলেন, ‘পরকালে আমি একদম বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না, ওটা আসলে কখনো বিশ্বাস করি না।’

 

অনুষ্ঠানের সেটে সাফা কবির ও স্পর্শীয়া

সাফার এ ধরনের উত্তরে তাঁর অনেক ভক্ত ও অনুসারী মর্মাহত হন। তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শুরু হয় আলোচনার ঝড়।

এদিকে, বিষয়টি নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাফা কবির লিখেছিলেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি, সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন।’

তবু যাঁরা আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করছেন, তাঁদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম। তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন।’

এর পরে প্রায় এক মাস চলে গেলেও সাফা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এ বিষয়ে মুখ খোলেননি।

এবার এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন সাফা। আরেক জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়ার ইউটিউবভিত্তিক অনুষ্ঠান ‘উইথ স্পর্শীয়া’-তে অতিথি হয়ে ‘পরকাল’ প্রসঙ্গে কথা বলেন তিনি। গত সোমবার রাতে অনুষ্ঠানটির প্রথম পর্ব অর্চিতা স্পর্শীয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। সাফা সেখানেই ‘পরকাল প্রসঙ্গে’ কথা বলেন।

সাফা বলেন, “ফেসবুক এমন একটা জায়গা, মানুষ সেখানে যা দেখে তাই বিশ্বাস করে। কোনো কিছু যাচাই করতে চায় না। আমি রেডিওতে যে শোটা করি সেটার নাম ‘লাভ টকস উইথ সাফা কবির’। আমাকে সাধারণত শ্রোতারা প্রেম ও ভালোবাসা বিষয়ক প্রশ্ন করেন। সেদিন আমার সেই শ্রোতা আসলে প্রশ্ন করেছিলেন, ‘আপনি কি বিয়ের পরকালে বিশ্বাস করেন? যদি করেন তাহলে…।’

আমি তাঁর প্রশ্ন শুনে এতই বিব্রত হয়েছিলাম যে ‘বিয়ের’ কথাটা বাদ দিয়ে তাঁর প্রশ্ন শুনে উত্তর দিয়েছিলাম। উনি বিয়ের পরবর্তী জীবনের কথা ‘বিয়ের পরকাল’ দিয়ে বোঝাতে চেয়েছিলেন। যা হোক, আমি এখন বলছি আমার তখন ‘বিয়ের’ কথাটা বলা দরকার ছিল।

আমি যেহেতু এখনো বিয়ে করিনি, তাই উত্তরে তাঁকে বলেছিলাম, এভাবে ‘যেটা আমি দেখি নাই ওটা আসলে কখনো বিশ্বাস করি না।’ আমার আসলে তখন খুব রাগ লেগেছিল তাঁর প্রশ্নটা শুনে।”

সাফা আরো বলেন, ‘মানুষ আমাকে নাস্তিক বলুক আর যাই বলুক, আমার ইমান আছে। আমার বাবা-মা মুসলিম। আমি মুসলিম।’

সাফা কবির সম্প্রতি অনম বিশ্বাস পরিচালিত একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। আসন্ন ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকের শুটিংও করছেন এই অভিনেত্রী।


শর্টলিংকঃ