পাবনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত


পাবনা প্রতিনিধি:

পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি-এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় তিন দিন ব্যাপি কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। কর্মসূচীর শেষ দিন শনিবার সকালে পাবনা পুলিশ লাইনস মাঠ থেকে র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুলিশ লাইনসে এসে শেষ হয়। পরে রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

রক্তদান কর্মসূচী শেষে পুলিশ লাইনস শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএম,পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ,জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির আহবায়ক সামসুর রহমান খান মানিক,সদস্য সচিব সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রবীন সাংবাদিক আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আখিনুর ইসলাম রেমন, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র সহ-সভাপতি আলী মর্তৃাজা বিশ্বাস সনি, পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানাসহ অনেকে। এর আগে বৃহস্পতিবার শহরের সেন্ট্রাল গার্লস উচ্চ বিদ্যালয়ে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে তিনদিন ব্যাপী কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম।

এ ছাড়াও কর্মসূচীর অংশ হিসাবে শুক্রবার পাবনা পুলিশ লাইনস মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।


শর্টলিংকঃ