‘পাবনায় ধান চাল ক্রয়ে কোন দুর্নীতি বরদাশত করা হবেনা’


পাবনা  প্রতিনিধি:
ধান চাল ক্রয়ে কোন দুর্নীতি বরদাশত করা হবেনা বলে জানিয়েছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তে দেশে কোন প্রকার খাদ্য সংকট হবেনা। কৃষকরা ইতোমধ্যে ধান কেটে ঘরে তুলেছে।

‘পাবনায় ধান চাল ক্রয়ে কোন দুর্নীতি বরদাশত করা হবেনা’

পাবনা শহরের বাস টার্মিনাল এলাকার সরকারী খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে ধান চাল সংগ্রহের আনুষ্ঠানিক  উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময়  নীতিমালা অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত লাইসেন্সধারীদের নিকট চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। চলতি মৌসুমে চাল সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৬ টাকা নির্ধারণ কর হয়েছে। ৮৫ জন লাইসেন্সধারী মিলারের কাছ থেকে পাবনা সদর উপজেলার খাদ্যগুদামে ৪ হাজার ২৮৬ মে”টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা একেএম শহীদুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ, সদর খাদ্যগুদামের ওসিএলএসডি মাহমুদা পারভীন উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ