প্যারোলে খালেদার মুক্তির নামে নাটক করছে সরকার: দুদু


ইউএনভি ডেস্ক:

কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আসলে খালেদা জিয়া, গণতন্ত্র এবং বিএনপিকে ছোট করার জন্য প্যারোলের নামে নাটক করা হচ্ছে। প্যারোল বাদ দিয়ে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন। রাজবন্দিদের মুক্তি দিন। খালেদা জিয়াকে আটকে রাখার অর্থ গণতন্ত্র ও মৌলিক অধিকারকে আটকে রাখা।’

বুধবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবি’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। চেতনা বাংলাদেশ নামে একটি সংগঠন মানববন্ধনটির আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকার প্যারোল বলে একটি জিনিস প্রচার করছে। প্যারোলের জন্য নাকি আমরা (বিএনপি) আবেদন করব, বেগম জিয়ার পরিবার আবেদন করবে। সেটা নাকি আবার স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বিবেচনা করবেন। বিবেচনাই যখন করবেন তাহলে হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে পঙ্গু করে রেখেছেন কেন? প্রশ্ন রাখেন দুদু।

তিনি বলেন, ‘সেখানে (আদালতে) জামিন দিলেই তো উনি (খালেদা জিয়া) বের হতে পারেন। বিদেশে গিয়ে চিকিৎসা করিয়ে আসতে পারেন, তাহলে প্যারোলের কথা আসছে কেন?’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ছাত্রদলের সাবেক এই নেতা বলেন, ‘এখনও সময় আছে সুষ্ঠু নির্বাচন দিন। কারণ এই পার্লামেন্ট অবৈধ, আপনার সরকার অবৈধ। এই প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন গত ৩০ ডিসেম্বর ভোটের নামে যে কাণ্ড করেছে এর মাধ্যমে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়েছে। গণতন্ত্রের সুদীর্ঘকালের সংগ্রামে শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে ছোট করা হয়েছে।’

এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের অধিকারকে হরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সময় থাকতে বেগম জিয়াকে মুক্তি দিন। একটি সঠিক স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের চিত্র রচনা করুন। তা না হলে যে পরিস্থিতির সামনে অপেক্ষা করছে সেটা আপনার, দেশ ও দেশের রাজনীতির জন্য ভালো কিছু বয়ে আনবে না।’

সরকারকে আলোচনায় বসারও আহ্বান জানান দুদু। বলেন, এদেশের ডান-বাম সকলে এখন গণতন্ত্র চায়। তাদের সঙ্গে বসেন আলোচনা করেন।’

আয়োজক সংগঠনের সভাপতি শামিমা রহিমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুকুমার বড়ুয়া, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মিয়া মো. আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, এম. জাহাঙ্গীর আলম প্রমুখ।


শর্টলিংকঃ