প্রধানমন্ত্রীকে চতুর্থ শ্রেণির ছাত্রের চিঠি, পায়রায় হচ্ছে সেতু


ইউএনভি ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছিল পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস। চিঠিতে প্রধানমন্ত্রীকে সে অনুরোধ জানিয়েছিল, মির্জাগঞ্জ থেকে পটুয়াখালী যাওয়ার জন্য পায়রা নদীর ওপর সেতু নির্মাণ করে দেয়ার জন্য। জবাবে সেতু নির্মাণ করা হবে বলে শীর্ষেন্দুকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে চতুর্থ শ্রেণির ছাত্রের চিঠি, পায়রায় হচ্ছে সেতু

কিন্তু সেই সেতু নির্মাণে কোনো বিদেশি ঋণদাতা সংস্থার সাড়া পাওয়া যায়নি। এখন প্রকল্পটি সরকারি অর্থায়নে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেতুটি নির্মাণে ‘কচুয়া-বেতালী-পটুয়াখালী-লোহালিয়া-কালাইয়া সড়কের ১৭তম কিলোমিটারে (জেড-৮০৫২) পায়রা নদীর ওপর সেতু নির্মাণ’ প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পটি মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হওয়ার কথা রয়েছে।


শর্টলিংকঃ