ফেসবুকে ভুয়া খবর যেভাবে চিনবেন


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

নানা অফার থেকে শুরু করে অনেক ভুয়া খবর ফেসবুকে ছড়িয়ে যায় দ্রুত। তাই কোনো চটকদার খবর হোম পেইজে দেখলেই তা বিশ্বাস করা উচিত না। খবরের সত্যতা ভালোভাবে যাচাই করে নিতে হবে। ফেইসবুকের কোন তথ্য বা খবরটি সঠিক তা যেভাবে বুঝবেন –

হেডলাইন

প্রথমে খবরের হেডলাইনটি ভালো করে পড়ুন। যেগুলো ভুয়া সেগুলোতে অতিমাত্রায় চমকপ্রদ শিরোনাম থাকে, যা দেখলেই সন্দেহ সৃষ্টি হবে। এমন খবর বিস্তারিত জানতে ইচ্ছা করে। তাই বাস্তবতার সঙ্গে মিল না থাকলে হেডলাইন দেখেই আকৃষ্ট হওয়া উচিত নয়।

ওয়েবসাইট

খবরটি কোন ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে সেদিকে ভালোভাবে নজর দিতে হবে। বেনামি নানা ওয়েবসাইট থেকে ভুয়া খবরে চমকপ্রদ ছবি দিয়ে ফেইসবুকে ভাইরাল করা হয়ে থাকে।তাই হেডলাইন দেখার পর চোখ রাখুন ওয়েবসাইটের লিংকটি সঠিক কিনা?

একাধিক সূত্রে যাচাই করুন

ফেইসবুকে কোনো খবর চোখে পড়লে ও সন্দেহ হলে তা আগে গুগলে সার্চ করুন। দেখবেন এ বিষয়ে আসলেই কোনো খবর প্রকাশ হয়েছে কিনা বা কোথায় হয়েছে।

বানান বা খবরের ফরম্যাট

ভুয়া খবর ছড়ানো ওয়েবসাইটগুলোতে বানান ভুল থাকে। খবরের ফরম্যাটে গণ্ডগোল থাকে।

খবরটি কি কৌতুক?

ফেইসবুকে কোনো খবর দেয়ার পরে এটি কি আসল নাকি কৌতুক সেটা বিবেচনা করা উচিত। যে সূত্রে খবর দেয়া হচ্ছে সেটি এ ধরণের কৌতুকপূর্ণ খবর ছড়ায় কিনা তা পরীক্ষা করা দরকার।


শর্টলিংকঃ