বখাটের নিপীড়নে আত্মহননকারী স্কুলছাত্রীর বাড়িতে রাজশাহীর ডিসি


মোহনপুর প্রতিনিধি:

অপহরণের পর আসামির স্বজনের হুমকি আর অপমান সইতে না পেরে গত ১৬ মে আত্মহত্যা করে রাজশাহীর মোহনপুর উপজেলার স্কুলছাত্রী সুমাইয়া আকতার বর্ষা। আজ  বুধবার বেলা ২টায় রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের শোকসন্তপ্ত পরিবারে খোঁজ খবর নিতে পৌঁছান বর্ষার বাড়িতে।

তিনি পরিবারের সার্বিক অবস্থার  খোঁজ নেন ও অপরাধীদের দ্রুত বিচারের আশ্বাস দেন।  তিনি বলেন ‘ কোন অপরাধী যতই ক্ষমতাবান হোক না কেন বিচারের মুখোমুখি তাকে হতেই হবে। একজন অপরাধীও ছাড় পাবে না  ‘।

এ সময় নিহতের বর্ষার বড় বোন জান্নাতুন ফেরদৌস চাঁদনী, পিতা আঃ মান্নান , মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, সহকারী কমিশনার(ভুমি) রানুআরা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান রিক্তা, ইউপি চেয়ারম্যান আর মোমিন শাহ্  গাবরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এইসময় মাননীয় জেলা প্রশাসক মহোদয় বর্ষার পরিবারকে পুনর্বাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেন।


শর্টলিংকঃ