বরেন্দ্র গবেষণা যাদুঘর পরিদর্শনের সময়সূচি 


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর প্রাণকেন্দ্র হেতেমখাঁতে অবস্থিত ঐতিহ্যবাহী বরেন্দ্র গবেষণা যাদুঘর পরিদর্শনের জন্য নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরিদর্শকদের সুবিধার্থে শীত ও গ্রীষ্মকালে সময় পরিবর্তন করা হয়। নতুন সময়সূচি অনুসারে মার্চের ৩০ তারিখ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যাদুঘরটি খোলা থাকবে।


যাদুঘরের পরিচালক প্রফেসর ড. এআরএম আবদুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পহেলা এপ্রিল থেকে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যাদুঘর খোলা থাকবে। অন্যদিকে সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ও বিশ্ববিদ্যালয় ঘোষিত ছুটির দিন যাদুঘর বন্ধ থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশের প্রথম যাদুঘর এটি। ১৯১০ সালে এটি স্থাপিত হয়।


শর্টলিংকঃ