বর-বৌ রাজী কি করবে কাজী !


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার জন্য সামাজিক ও শারিরীক দুরুত্ব বজার রেখে চলার নির্দেশনা আছে। বিয়ে করতে অস্বীকৃতি জানালে সব কিছু অমান্য করে স্ত্রীর মর্যাদা আদায় করতে প্রেমিকের বাড়ীতে অনশন। দেনদরবার শেষে জুটি বাধলো তারা। এ ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামে।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কালীগ্রাম ইউপির রাতোয়াল গ্রামের ফেরদৌসের ছেলে মুন্না (২০)’র সাথে একই ইউপির সিলমাদার গ্রামের জনৈক শাহীনের মেয়ে কলেজ পড়ুয়া সুমাইয়া (২০) ছাত্রীর সাথে প্রেম চলছিলো। মুন্না এইচ এসসি পাশ করে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে কর্মরত থাকলেও উভয়ে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সাধারণ ছুটিতে মুন্না গ্রামের বাড়ী আসে।

খবর পেয়ে প্রেমিকা বিয়ে করার প্রস্তাব দিলে মুন্না তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিয়ের দাবীতে সোমবার অনুমান ১টা ৩০ মিনিট থেকে দিকে মুন্নার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে। উভয় পক্ষের দেন দরবার শেষে আনুমানিক রাত ২ টার সময় বিয়ে সম্পূর্ণ হয়। মুন্নার বাবা ফেরদৌস মুঠো ফোনে সাংবাদিকদের জানান, বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে ।


শর্টলিংকঃ