বাগমারায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এমপি এনামুল হকের অভিনন্দন


বাগমারা প্রতিনিধি:

মঙ্গলবার প্রকাশিত ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

 

ইঞ্জিনিয়ার এনামুল হক
ইঞ্জিনিয়ার এনামুল হক

তিনি বলেন, উত্তীর্ণ হলেই কাজ শেষ হয়ে যায় না। নিজেকে আরো যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষার্থীর প্রধান উদ্দেশ্য হতে হবে ভালো ভাবে লেখাপড়া শেষ করে দেশ ও দশের কল্যাণে আত্মনিয়োগ করা। একাডেমিক অধ্যয়নের পাশাপাশি শিক্ষার্থীদেরকে তাদের পিতা-মাতা ও গুরুজনদের সাথে ভালো ব্যবহার করতে হবে।

শিক্ষার্থীরা আগামীতে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে নিজেকে নিয়ে যেতে সক্ষম হবে মনে করেন তিনি। সেই সাথে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।


শর্টলিংকঃ