বাঘায় নারী ও শিশু নির্যাতন রোধে অভিভাবক সমাবেশ


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় নারী, শিশুর প্রতি নির্যাতন, বাল্যবিবাহ যৌন হয়রানি প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মনিগ্রাম ব্রাক স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মনিগ্রাম ব্রাক স্কুল পরিচালনা কমিটির সভাপতি বাবর আলী। প্রধান অতিথি ছিলেন মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন ব্রাকের রাজশাহী অঞ্চলের জেন্ডার জার্জিস এ্যান্ড ডাইভারসিটি ব্যাক টেকনিক্যাল ম্যানেজার মেহেদী হাসান। বিশেষ আলোচক ছিলেন ব্রাক শিক্ষা কর্মসূচীর আর এম বেলাল হোসেন। ব্রাকের রাজশাহী অঞ্চলের সেক্টর স্পেশালিস্ট কৌশিক বিশ্বাস সাগরের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মঞ্জুরুল হক মনি, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য শাপলা খাতুন, সাধারণ সদস্য মুকুল হোসেন, ব্রাক স্কুলের অভিভাবক সদস্য রাজ কুমার সরকার, স্কুলের প্রধান শিক্ষক রেশমা খাতুন প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেয়া হয়েছে।

 


শর্টলিংকঃ