বাঘায় ফেন্সিডিলসহ পাবনার তিন যুবক আটক


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘা সীমান্ত এলাকা থেকে প্যান্টের পকেটে করে ১২ বোতল ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় বাঘা থানা পুলিশের হাতে আটক হয়েছে পাবনার তিন যুবক।সোমবার সন্ধ্যায় উপজেলার আটঘরি-রামশাপুর এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। 

বাঘায় ফেন্সিডিলসহ পাবনার তিন যুবক আটক

থানা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার সময় যাত্রী বেশে একটি ভ্যান যোগে বাঘা সীমান্ত এলাকা থেকে উপজেলা সদরে আসছিল পাবনা এনায়েতপুর এলাকার জহুরুল হকের ছেলে খোকন মন্ডল (৩৮),একই গ্রামের হাজী আব্দুল কুদ্দুসের ছেলে ইব্রাহিম (৩৪) এবং বেড়া এলাকার কেরামত আলীর ছেলে হারুন(২৮)।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের উপ-পরিদর্শক(এস.আই) আমিনুল ও উপ-সহকারি পরিদর্শক (এ.এস.আই) মাসুদ ইকবাল এবং জয়নাল আবেদিন রামসাপুর ফাকা রাস্তায় তাদের পথ রোধ করে। এরপর তাদের শরীল তল্লাশী করলে ১২ বোতল ফেন্সিডিল বেরিয়ে আসে। পরক্ষনে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে এবং এ ঘটনায় একটি মাদক মামলা রেকড করা হয়।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে (৭-এপ্রিল) আটক আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


শর্টলিংকঃ