বাঘায় হাতুড়ি পেটার মূলহোতা গ্রেফতার


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় জনি মোল্লা নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার মূল হোতা স্বপন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার হরিরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। স্বপন হোসেনে হরিরামপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।

জানা যায়, উপজেলার হরিরামপুর গ্রামের আয়েন মোল্লার ছেলে জনি মোল্লাকে পূর্ব শত্রুতার জের ধরে সোমবার দুপুরে একা পেয়ে একই গ্রামের শাহাবুদ্দিন, মহিদুল ইসলাম, শফি মন্ডল ও স্বপন হোসেন হাতুড়ি, লোহার রড, হাসুয়া, বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে মাঠে ফেলে যায়।

পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে চারজনকে অভিযুক্ত করে জনি মোল্লার বাবা আয়েন মোল্লা বাদী হয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ মহসীন আলী বলেন, স্বপন হোসেনকে গ্রেফতার করে আজ বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। তবে অন্যান্য আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।


শর্টলিংকঃ