বার্সেলোনা: খেলতে পারবেননা আনসু ফাতি


বার্সেলোনার দুঃসময় কাটছেই না। মৌসুমের শুরু থেকে চোট জর্জরিত কাতালান ক্লাবটি। এবার ইনজুরির তালিকায় নাম উঠলো আনসু ফাতির। হাঁটুর চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

 

 

আজ (শনিবার) গেতাফের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া লা লিগার ম্যাচটিতে খেলতে পারবেন না ফাতি। শুক্রবার অনুশীলনে ডান হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি। গেতাফের বিপক্ষে তার না খেলার বিষয়টি জানালেও বার্সেলোনা নিশ্চিত করতে পারেনি ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে ফাতিকে।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘(শুক্রবারের) অনুশীলন সেশনের পর নিশ্চিত হওয়া গেছে আনসু ফাতি শনিবার গেতাফের বিপক্ষে খেলতে পারবেন না। ডান হাঁটুতে চোট পেয়েছেন তিনি। সেরে ওঠার ওপর নির্ভর করছে তার ফেরা।’

ইনজুরিতে আবারও মাঠের বাইরে চলে যেতে হয়েছে লিওনেল মেসিকে। মৌসুমের শুরুতে তিনি ‍ছিলেন না। আর্জেন্টাইন তারকার অনুপস্থিতিতে বিস্ময় ছড়িয়ে ফুটবল বিশ্বের মন জয় করে নিয়েছেন ১৬ বছর বয়সী ফাতি। যুব দল থেকে বার্সেলোনার মূল দলে সুযোগ পেয়ে লা লিগার ৫ ম্যাচে ২ গোলের সঙ্গে আরেকটিতে সহয়তা করেছেন তিনি। কিন্তু চোটের কারণে তাকেও চলে যেতে হলো মাঠের বাইরে। গোল ডটকম


শর্টলিংকঃ