বাড়িতে হামলা চালিয়ে শিক্ষককে মারপিটের অভিযোগ


মোহনপুর প্রতিনিধি:

মোহনপুরে পূর্ব শত্রুতার জেরে বসন্তকেদার গ্রামে ৩ মে রাতে বাড়িতে হামলা চালিয়ে শিক্ষককে মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে ওই গ্রামের মৃত নছির উদ্দিন মন্ডলের ছেলে শিক্ষক হাসিম উদ্দিন বাদী হয়ে ৫ মে মোহনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মোহনপুর থানা

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গ্রামের মৃত ইয়াসিন আলী সরদারের ছেলে পান্জাতুন সর্দার লোকজন হাতে হাসুয়া,লোহার রড,বাঁশের লাঠি নিয়ে হাসিম উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে হাসিমকে পিটিয়ে যখম করে।৭ লক্ষ টাকা ৪ ভরি ওজনের স্বর্নালংকার নিয়ে বাড়ী তছনছ করে।

ওই সময় হাসিমের পরিবারে লোকজন মোবাইল ফোনে থানা পুলিশে জানালে, জরুরী ডিউটিতে দায়িত্বরত টহল টিমের এস আই রাসেল ঘটনাস্থলে তাদেরকে উদ্ধার করেন । ওই সময় হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসিম উদ্দিনকে চিকিৎসার জন্য মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেন। মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়তে পারেন রাজশাহীতে আম পাড়ার সময় বেঁধে দিল জেলা প্রাশাসন


শর্টলিংকঃ