মাঠে থুতু ফেললেই হলুদ কার্ড!


ইউএনভি ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। এর প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও। ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের খেলাধুলাই বন্ধ।

মাঠে থুতু ফেললেই হলুদ কার্ড!

বিশ্লেষকরা বলছেন, ছোঁয়াচে এই ভাইরাস পরবর্তী সময়ে খেলা মাঠে গড়ালেও বেশকিছু পরিবর্তন আসতে পারে।করোনা পরবর্তী সময়ে ক্রিকেট বলে থুতু দেয়ার যে প্রচলন আছে সেটা উঠে যেতে পারে।

মাঠে থুতু ফেললেও হলুদ কার্ড দেখনোসহ কিছু পরিবর্তন আনছে স্প্যানিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ।লা লিগায় নতুন নিয়ম অনুযায়ী প্লে-অফ পদ্ধতি পয়েন্ট টেবিল অনুযায়ী নির্ধারণ করা হবে।

স্প্যানিশ ফুটবল লিগের ম্যাচ চলাকালীন সর্বোচ্চ পাঁচজন ফুটবলার পরিবর্তন করা যাবে, আগে যেখানে চারজন পরিবর্তন করা যেত। ফুটবলাররা মাঠে থুতু ফেললে রেফারি হলুদ কার্ড দেখাতে পারবেন।


শর্টলিংকঃ