মানুষ ভরসা কোথা থেকে রাখবে, প্রধানমন্ত্রীকে ফখরুল


ইউএনভি ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী বক্তব্যে যে আশা ভরসা রাখার জন্য বলেছেন, সে ভরসা মানুষ কোথা থেকে রাখবে। দেশের অর্থনীতি চরম বিপর্যয়ে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কীভাবে মানুষ সরকারের প্রতি আস্থা রাখবে প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলছেন আস্থা রাখার জন্য, মানুষ কোথা থেকে আস্থা রাখবে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এই অবস্থায় যে তারা বলছে, বাংলাদেশে এখন উন্নতির রোল মডেল। আমি বলব, এটা হচ্ছে দুর্নীতির রোল মডেল, দুঃশাসনের রোল মডেল।’

বুধবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। তারপরও দেশের মানুষ মনে করেছিল সংকট নিরসনের জন্য একটা পথ তার এ বক্তব্যের মধ্যে থাকবে। নতুন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার একটা ইঙ্গিত দেবেন। কোনোটাই তিনি করেননি।’

সন্ত্রাসী কার্যক্রম করছে বলে সরকারের পক্ষ থেকে সবসময় বিএনপিকে দোষারোপ করা হয় উল্লেখ করে আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘তারা ভুলে গেছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৩ দিন হরতাল করেছিল। সে সময় ১১ জনকে পুড়িয়ে মারা হয়েছিল। এ ছাড়া অনেক লোক আহত হয়েছিল সেই আন্দোলনে।’


শর্টলিংকঃ