মান্দায় আদিবাসী সম্প্রদায়ের মাঝে সহায়তা প্রদান


নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ভূমিহীন ও কর্মহীন শ্রমজীবি আদিবাসী সম্প্রদায়ের মাঝে নিরাপদ দুরত্ব বজায় রেখে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (০৪ মে) দুপুরে উপজেলার উত্তরা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ২০০ জনের মাঝে  মানবিক সহায়তা প্রদান করা হয়। 

মান্দায় আদিবাসী সম্প্রদায়ের মাঝে সহায়তা প্রদান
এনআরডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মহিদুল ইসলামের আয়োজনে এবং ওয়ান স্প্রিয়া ফার্মাস লিমিটেডের পরিচালক আদনান খানের অর্থায়নে আদিবাসী সম্প্রদায়ের মাঝে সহায়তা প্রদান করা হয়। এতে প্রতিজনকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল এবং ২টি করে সাবান বিতরণ করা হয়।

সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন এনআরডি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মহিদুল ইসলাম, স্থানীয় সেবামূলক সংগঠন ‘সেবাই ধর্ম’র প্রতিষ্ঠাতা রতন প্রসাদ ফনি, শিক্ষক আমজাদ হোসেন মন্ডল, ওসমান গনি কাজলসহ আরো অনেকে।


শর্টলিংকঃ