মোহনপুরে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন


মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুরে জনসচেতনতা বাড়াতে এবং নিরাপদ দুরত্ব বজায় রাখতে উপজেলাকে লকডাউন ঘোষণার পাশাপাশি কঠোর অবস্থানে উপজেলা ও পুলিশ প্রশাসন।

মোহনপুরে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন

মোহনপুর নির্বাহী অফিসার সানওয়ার হোসেন ও থানার ওসি মোস্তাক আহমেদ গত এক সপ্তাহ থেকে উপজেলার সকল হাটবাজার বন্ধ ঘোষণা করে লকডাউন ঘোষণা করেছেন।

স্থানীয় প্রশাসনের পাশা-পাশি সেনাবাহিনী উপজেলার বিভিন্ন হাটবাজার, জনসমাগম এলাকায় অভিযান পরিচালনা করে নিরাপদ দুরত্ব বজায় রেখে জরুরী কাজ ছাড়া বাড়ীর বাইরে না যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন বলেন, সরকারী আদেশ অমান্য করে যারা বাড়ীর বাইরে বের হচ্ছেন তারা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনছেন। তিনি সকলকে বাড়িতে থাকার আহবান জানিয়েছেন।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, নওগাঁ জেলা থেকে লোকজন যেন রাজশাহীতে প্রবেশ করতে না পারে সেজন্য মোহনপুরে শেষ সীমান্তে কামারপাড়া মোড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে।


শর্টলিংকঃ