মোহনপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


মোহনপুর প্রতিনিধি:

রাজশাহী মোহনপুর রবি, খরিপ মৌসূমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম ভূট্টা, বিটি, বেগুন, মুগ, তিল ফসল উপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সার বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানএ্যাড. আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল সানজিদা রহমান রিক্তা, পৌর মেয়র শহিদুজ্জামপান শহিদ, অফিসার ইনর্জাজ(ওসি) মোস্তাক আহম্মেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি মহসিন আলী মোল্লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিুকর রহমান, কৃষি দপ্তরের কর্মকর্তা কর্মচারী,কৃষক এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করে কৃষি উপজেলা ৬টি ইউনিয়ন, ১ টি পৌর সভায় ১ হাজার ৩০ জন কৃষদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান।


শর্টলিংকঃ