রমজান উপলক্ষে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু


ইউএনভি ডেস্ক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রির ভ্রাম্যমাণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রমজানের প্রথম দিন থেকে ২৮ রমজান পর্যন্ত চলবে এ বিক্রি কার্যক্রম।

আজ রোববার সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। এ কার্যক্রম আয়োজন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সচিব সেলিম উদ্দিন। বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুর রহিম, গোলাম রব্বানী, পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমান প্রমুখ।


শর্টলিংকঃ