রাজশাহীতে আরও ১০টি সেলুনভিত্তিক পাঠাগার চালু


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী নগরীর ৫ নং ওয়ার্ড এলাকায় আরও ১০টি সেলুনে পাঠাগার চালু করা হয়েছে। ‘কেন্দ্রীয় কিশোর পাঠাগার’ এর উদ্যোগে শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে এ পাঠাগার উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

৫ নং ওয়ার্ডে সেলুনভিত্তিক পাঠাগার উদ্বোধন করেন কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সেলুন পাঠাগারের উদ্যোগক্তা সোহাগ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, রাজশাহী সাংবদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, ওয়ার্ড সচিব সালে আবু উমাইয়া, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের সহ সভাপতি সাবিত্রী হেমব্রম, কেন্দ্রীয় কিশোর পাঠাগার কোষাধ্যক্ষ আব্দুল খলেক প্রমূখ।

সেলুনভিত্তিক পাঠাগারের উদ্যোক্তা সোহাগ আলী জানান, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে তারা মহানগরীর ১৪ নং ওয়ার্ডে ১০টি সেলুনে পাঠাগার চালু করেন। মার্চ মাসে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ নং ওয়ার্ডে আরও ১০টি সেলুনে পাঠাগার চালু করা হয়েছে।

আরও পড়ুন: দেশের প্রথম সেলুনভিত্তিক পাঠাগার রাজশাহীতে

চালুকৃত পাঠাগারগুলোর অবস্থান রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের মহিষবাথান, ভেড়িপাড়া মোড়, ভাটাপাড়া কাদের মন্ডলের মোড় , রাজপাড়া,সফিয়ানের মোড়, কোর্ট স্টেশন, কোর্ট অক্টর মোড়, মহিষপাড়া উত্তরপাড়া মোড় সেলুনে।

সোহাগ আলী বলেন, দেশে প্রথম এটিই সেলুনভিত্তিক পাঠাগার। এর আগে কেউ একসঙ্গে এতোগুলো সেলুনে পাঠাগার প্রতিষ্ঠা করে নি। আমরা পর্যায়ক্রমে রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে তিনশ’ পাঠাগার করতে চায়। এক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।


শর্টলিংকঃ