আত্মাদর্শ


 

আত্মাদর্শ

মৌসুমী মম

তোমরা লিখছো তোমরা বলছো কবি
তোমরা ছুটছো পদবি নেশায়
রেখেছো শূণ্য জ্ঞানের ভাণ্ডার
কি আসে যায় পাওয়া না পাওয়ায়
তবু কেন ঈর্ষান্বিত বার বার
কী দোষ আছে তার?

বলো গাহি সাম্যের গান
করি মানব জনম পার
থাকবে কি শেষে
এই ধরণী বুকে
তোমার আমার জান?

এখনও আছে সময় নাও শুধরে
নইলে পাবে না অন্তে
যেতে শেখার শিকড়ে
ভাব তো কি হবে এতো কিছু করে
যদি না রাখে মনে মরণের পরে?


শর্টলিংকঃ