রাজশাহীতে এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে দেশের প্রথম টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা’র ২৩ বর্ষে পদার্পন অনুষ্ঠান। সোমবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরীর একটি রেস্তোরায় কেক কেটে  অনুষ্ঠানের সূচনা করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডি আই জি এ কে এম হাফিজ আক্তার, ভারতের সহকারি হাই কমিশনার সঞ্জীব  কুমার ভাটি , রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মকবুল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক শাহ আজম শান্তনু ও অধ্যাপক হাসানাত আলী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক কল্যান তহবিলের চেয়ারম্যান ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, জাসদ রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল মাসুদ আল শিবলী, সঙ্গীতজ্ঞ ওস্তাদ কাজী মন্টু, সাংবাদিক তবিবুর রহমান মাসুম প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এটিএন বাংলা’র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন।


শর্টলিংকঃ