রাজশাহীতে বামজোটের হরতালে সাড়া নেই


নিজস্ব প্রতিবেদক :

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতালে রাজশাহীতে সাড়া মেলে নি । সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে সকল মার্কেট ও অফিস। ফলে হরতালে কোনো প্রভাবই  নেই।

হরতালে সাড়া নেই রাজশাহীতে। আজ সকাল সাড়ে ১০টায় জিরোপয়েন্টের ছবি

ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি অফিস-আদালত, দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান যথারীতি খোলা রয়েছে সকাল খেকেই। যানবাহন চলাচলও রয়েছে স্বাভাবিক।

এদিকে হরতালের সমর্থনে নগরীতে মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। সকালে মহানগরীর সাহেববাজার এলাকায় মিছিলটি বের করা হয়। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার এলাকায় সমাবেশ করেন নেতাকর্মীরা। এতেও উপস্থিত ছিলেন হাতেগোনা কয়েকজন নেতাকর্মী।

রাজশাহীর জিরোপয়েনেট হরতাল সমর্থকদের সমাবেশ

এ সময়  বক্তব্য রাখেন সিপিবির রাজশাহী জেলা সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রাগীব আহসান মুন্না, গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, বাসদের রাজশাহী জেলার আহ্বায়ক আলফাজ হোসেনসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, হরতাল কেন্দ্র করে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। তবে রাজশাহীতে জনজীবন স্বাভাবিক রয়েছে। হরতালের কোনো প্রভাব পড়েনি।

উল্লেখ্য, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।


শর্টলিংকঃ