রাজশাহীতে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর অভিজাত পদ্মা আবাসিক এলাকার লেক পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কাজ করছে।

শনিবার সকালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিন আক্তার রেনী। মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি বলেন, ক্লিনসিটি হিসেবে রাজশাহী সারাদেশে পরিচিতি পেয়েছে। বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন শহর এটি। এ গৌরবের অংশ হতে চায় ভারতীয় হাইকমিশনও। এ লক্ষ্যে ভারত সরকারের ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসুচির আওতায় পদ্মা আবাসিক এলাকার লেক পরিস্কার করা হচ্ছে।

পরে বাংলাদেশকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করে বিডি ক্লিনের কর্মীরা। অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশননের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ